,

প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যুর জের : হবিগঞ্জের ছোট বহুলা গ্রামে ২৫টি বাড়ীতে অগ্নিসংযোগ

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামে দৃর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যুবক আব্দুল আজিদ মিয়া (২৭) মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত আতাব আলীর পুত্র। গতকাল শুক্রবার দুপুরে আহত আজিদ মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে, তার মৃত্যুর সংবাদ ছোট বহুলা এলাকায় ছড়িয়ে পরলে আজিদ মিয়ার লোকজন প্রতিপক্ষের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ছোট বহুলা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আব্দুল আজিজের পাশের বাড়ির কুতুব উদ্দিনের লোকজনদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে গত ১৯ ফেব্র“য়ারি শুক্রবার কুতুব আলী তার লোকজনসহ একদল দুর্বৃৃত্তরা আব্দুল আজিজকে একা পেয়ে এক হাত ও কান কেটে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পূর্ব বিরোধের জের হিসেবে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যুর পর এসব অগ্নসংযোগের ঘটনা ঘটেছে। তিনি জানান, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর