,

হবিগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ৫ নেতাকর্মী আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে শহরের টাউন হল সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদিকা এডভোকেট মাহমুদা বেগম, কেন্দ্রীয় কমিটির নেতা হেলাল উদ্দিন ও ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। ওই সময় বহিষ্কৃত মাসুম আজাদ, একে শাহীন,্ ইকবাল হোসেন ও আরিফের নেতৃত্বে ৫০-৬০ জন লোক লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা বাঁধা দেন। উভয়পক্ষে বাকবিতন্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার এসআই হবিগঞ্জ ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ২ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় ওই সড়কে দোকানপাটসহ সড়কে যানবাহন বন্ধ হয়ে যায়। লোকজন আতংকে দিকবিদিক ছুটাছুটি শুরু করেন। জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান জানান, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে উল্লেখিতদের দল থেকে বহিস্কার করা হয়েছে। বর্ধিত সভায় মাসুম আজাদ ও শাহীনের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালায়।


     এই বিভাগের আরো খবর