,

নবীগঞ্জের গহরপুরে দফায় দফায় সংঘর্ষ ॥ আহত ৭

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে ৭জন আহত হয়েছে। জানা যায়, গহরপুর গ্রামের মোঃ লালু মিয়ার পুত্র সিএনজি চালক মোঃ আবুল হোসেন ও একই গ্রামের মোঃ নানু মিয়ার পুত্র বাছিত মিয়ার মধ্যে বিভিন্ন বিষয়াধি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত শনিবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭জন আহত হয়েছে। আহতরা হল, মোঃ নানু মিয়ার পুত্র মোঃ বাছিত মিয়া, মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ আবুল মিয়া, আব্দুল মান্নানের পুত্র মোঃ ইমন মিয়া, আব্দুর রহমানের পুত্র মোঃ নানু মিয়া, সুনাপর আলী (চৌকিদার) এর পুত্র মোঃ লিপাই মিয়া, মৃত মোঃ নজির উদ্দিনের পুত্র মোঃ আব্দুল মালিক ও আব্দুল হকের পুত্র মোঃ এবাদুল হক। আহতদের মধ্যে গুরুতর আহত ২জন কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, সাবেক নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, প্যানেল চেয়ারম্যান নুরুন নাহার বেগমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। এনিয়ে উভয় পক্ষের মুরুব্বিয়ান নিয়ে বিষয়টিকে সালিশ বৈঠকের মাধ্যমে সুরাহা করার জন্য প্রস্তুতি চলাকালে গতকাল রবিবার সকালে আবার ও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মোঃ চান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবার ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর