,

মাধবপুরে মহিলা মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মেহেরগাওঁ এলাকায় ফেনসিডিলসহ বিজিবি’র হাতে আটক মাদক বহনকারী মহিলাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ধর্মঘর ইউনিয়নের মেহের গাঁও পাকা রাস্তা থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাছতলা গ্রামের ফারুক মিয়ার স্ত্রী হালিমা বেগম (৫০)কে আটক করে তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। দুপুরে হালিমাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রামমান আদালতের বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর