,

বাহুবলে চা শ্রমিক পরিবার নিরাপত্তাহীন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ফয়জাবাদ চা বাগানের তিন সংখ্যালঘু পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এমনকি বাহুবল ডিগ্রি কলেজের এইচ এসসি প্রথম বর্ষের ছাত্র পবন কৈরী ও ডিএনআই স্কুলের ৬ষ্ট শ্রেনিীর ছাত্রী পলি কৈরী হুমকিতে পড়ে বিদ্যালয়ে আসা যাওয়াতে নিরাপদ নয় বলে দাবী করা হয়েছে। জানা যায়, বাহুবল উপজেলার ফয়জাবাদ চা বাগানের মহালদার বাড়ির প্রাক্তন মেম্বার রাধে শ্যাম কৈরী ও তার ভাই রাধা বিসুন কৈরীর দখলীয় পাট্রাই পৈর্তৃক সম্পত্তি নিকটবর্তী স্থানে উপজেলার হরিতলা গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র আঃ খালেক কিছু ভূমি খরিদ করেন। ওই সুবাধে আঃ খালেক ও তার দলের লোকজন সংখ্যালঘু রাধে শ্যাম কৈরী ও তার ভাই রাধা বিসুন কৈরী সহ ৩ভাইয়ের পাট্রাই পৈর্তৃক সম্পত্তিতে প্রবেশের চেষ্টা চালায়। দীর্ঘদিন যাবৎ আঃ খালেক ও সংখ্যালঘু পরিবারের মাঝে বিরোধ ও মামলা মোকাদ্দমা চলছে। এর রেশ ধরে খালেক ও তার দলের লোকজন ওই পরিবারের লোকজন ও শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করছে। অব্যাহত হুমকিতে ৩টি পরিবার স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। এছাড়া বাহুবল কলেজের ছাত্র পবন কৈরী ও ডিএনআই স্কুলের ছাত্রী পলি কৈরীকে প্রাণনাশের হুমকি দেখানোর অভিযোগও পাওয়া গেছে। এ ব্যাপারে পবন ও পলি জানিয়েছে, প্রতিপক্ষ ব্যক্তিরা স্থাণীয় প্রভাবশালী। প্রায়ই রাস্তা ঘাটে প্রাণনাশের হুমকিতে বিদ্যালয়ে আসা যাওয়া নিরাপদ নয় বলে দাবী করেন। রাধে শ্যাম কৈরী দুঃখ, দুর্দশার কথা তুলে জানান, সংখ্যালঘু পরিবার বিধায় তারা প্রভাব বিস্তার করছে। ৩টি পরিবার অভাবনীয় হলেও শিক্ষা ক্ষেত্রে রয়েছে ব্যাপক অবদান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এদের ভয়ে দেশ ত্যাগ করা ছাড়া উপায় থাকছে না।


     এই বিভাগের আরো খবর