,

হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হচ্ছেন কে ? জল্পনা কল্পনার অবসান হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের ভাগ্য নির্ধারন হবে আজ। এনিয়ে চলছে নানামহলে দৌড়ঝাপ। আজ মঙ্গলবার বিকেল ৩ টায় নব গঠিত পৌর পরিষদের প্রথম সভায় নির্ধারিত হবে ভারপ্রাপ্ত মেয়রের ভাগ্য। লোভনীয় ও সম্মানজনক এ পদটি ভাগিয়ে নিতে কাউন্সিলদের মধ্যে চলছে দৌড়ঝাপ। পর্দার অন্তরালে চলছে নানান খেলা। যদিও কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত করা হবে ৩ জন প্যানেল মেয়র। আর আইন অনুযায়ী প্রথম প্যানেল মেয়রই হবেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। জানা যায়, সভায় উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ-সচিব আব্দুর রউফ। ১২ সদস্যের পৌর পরিষদের মধ্যে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু ও ৮নং ওয়ার্ডের আলমগীর হোসেন ব্যতীত অবশিষ্ট ১০ কাউন্সিলরই প্যানেল মেয়র প্রার্থী। এরা হলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসিম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জাহির উদ্দিন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ দাস, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জুনেদ আহমেদ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম রায়, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নুর হোসেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর উম্মেদ আলী শামীম, ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, ৪, ৫ ও ৬নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর খালেদা জুয়েল ও ৭,৮ ও ৯নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর অর্পনা বালা পাল।


     এই বিভাগের আরো খবর