,

হবিগঞ্জ ইউনিটি ইউকে’র উদ্যোগে নবীগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ইউনিটি ইউকে’র উদ্যোগে নবীগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান বিতরণ অনুষ্ঠান গতকাল বিকেলে বাংলা বাজারস্থ এক বিশাল আলোচনা সভার মাধ্যমে জাকজমক পূর্ণভাবে সম্পন্ন হয়। হবিগঞ্জ ইউনিটি ইউকে’র সহ-সভাপতি গীতিকার আব্দুল মুকিত এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মির্জা তছনু বেগ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (শামীম), জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান (সেলিম), নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ্ আবুল খায়ের, ইউপি আওয়ামীলীগের সভাপতি নূর মিয়া, সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, ইউপি সদস্য আব্দাল মিয়া, মাষ্টার সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের যূগ্ম আহবায়ক রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু, দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারাণ সম্পাদক আব্দুল মুকিত, জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের যূগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শাহ্ মনসুর আলী, পৌর যুবলীগ নেতা দেওয়ান জাবেদ আহমেদ, ইউপি যুবলীগ আহবায়ক নেছার আহমেদ জগলু, উপজেলা স্বেচ্ছসেবকলীগ এর যূগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, স্বেচ্ছসেবকলীগ নেতা এম.মুজিবুর রহমান, ছাত্রলীগ নেতা তুহিন চৌধুরী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারাণ সম্পাদক রন্জু দেব। শ্রমিকলীগের সহ সভাপতি দিলশাদ আহমেদ, ছাত্রলীগ নেতা কাওছার কবির প্রমুখ। উক্ত সভায় গহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি স্কুলের কর্তৃপক্ষের নিকট প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নগদ ২০ হাজার টাকা করে অনুদান হাতে তুলে দেন। সভায় বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক লোকজন অংশগ্রহন করেন। অতিথিবৃন্দ হবিগঞ্জ ইউনিটি ইউকে’র এই মহৎ উদ্যোগ ও কাজের জন্য সবাইকে ধন্যবাদ জানান। শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর