,

নবীগঞ্জে সিগারেট ক্রয় করাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ১৫

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার ভানুদেব গ্রামে গতকাল সন্ধায় সিগারেট কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। দুই জনকে আশংখাজনক অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরণ ও অন্যান আহতদের নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে সাতটার দিকে ভানুদেব গ্রামের সুফিয়ান মিয়ার দোকানে সিগারেট কিনতে যায় একই গ্রামের রুবেল মিয়া। তখন সুফিয়ান মিয়ার পরিবর্তে তার আতিœয় হিসেবে দোকানে ছিল রাজন মিয়া (১২) নামের এক ছেলে রুবেল মিয়া সিগারেট চাইলে রাজন বিক্রি করতে চায়নি। শেষ পর্যায়ে পাঁচ টাকার বিক্রি করতে রাজি হয় তখন রুবেল মিয়া বিশ টাকার একটি নোট দেন কিন্তু নোটটি কিছু চেড়া ছিল বলে রাখতে চায়নি রাজন মিয়া। তখন তাদের আতিœয়স্বজন এসে বিষটি নিয়ে কথা কাটাকাটি হয় এবং হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে স্বপ্না বেগম (৩২) ও সায়েদ মিয়া (২৮) কে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যর্ত ডাক্তার তাদের কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে এবং রাশেদ মিয়া (২৮), রুহেল মিয়া (১৮), রাজন মিয়া (১২), মালেক মিয়া (২৫), রুবেল মিয়া (২৩), আব্দুল মালেক (৩৮), আনছার মিয়া (২০) ও সিপন মিয়া (১৭) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর