,

লন্ডনে মন্ত্রী আসাদ্দুজ্জামান নুরকে গিয়াস উদ্দিনের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকারের সাংস্কৃতি মন্ত্রী আসাদ্দুজ্জামান নুর ফ্রান্স থেকে ঢাকা যাবার পথে একান্ত ব্যক্তিগত যাত্রা বিরতির ফাঁকে লন্ডনের প্রান কেন্দ্র ৯/১০ ফিলপট লেন, ইসি ৩এম ৮এএ, লন্ডনে অবস্থিত স্পাইস ট্রেডার রেষ্টুরেন্টের আয়োজেন ও হবিগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দিনে উদ্যোগে এক ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। গত বুধবার বেলা ৩টায় স্পাইস ট্রেডার রেষ্টুরেন্টে প্রথমে মন্ত্রীকে বিশিষ্ট ব্যবসায়ী ও চুনারুঘাট এসোসিয়েশনের ইউকের সহ-সভাপতি গিয়াস উদ্দিন ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রেদওয়ান হোসেন, রুহুল আনোয়ার চৌধুরী ফুরুক সহ আরোও অনেকই। ভোজ সভার আহ্বায়ক বিশিষ্ট মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বলেন, “আমাদের এই ঠিকানায় মন্ত্রীর আগমন নতুন নয়। তার এই উপস্থিতিতে আমরা গর্বিত। আসাদ্দুজ্জামান মন্ত্রী বলেন, “তিনি সরকাররে সাংস্কৃতিক বিকাশের অগ্রযাত্রা শুধুমাত্র শহরেই নয় বরং গ্রাম বাংলার প্রতিটি প্রাণের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ব”।


     এই বিভাগের আরো খবর