,

হবিগঞ্জে নিখোঁজ হওয়া ৪ শিশুর মধ্যে ৩ জন উদ্ধার

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জের ১ শিশুসহ হবিগঞ্জের একটি মাদরাসা নিখোঁজ হওয়া ৪ শিশুর মধ্যে ৩ জনের সন্ধ্যান পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দিনব্যাপী র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এক শিশুর ফুফুর বাড়ি বানিয়াচং উপজেলার বালিখাল গ্রাম থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে কেউ অপহরন করেনি, তারা স্বেচ্ছায় গিয়েছিল। উদ্ধারকৃত ৩ শিশু হলো- নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে নয়ন (১২), বাহুবল উপজেলার আব্দা নারায়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২) এবং চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনুর ছেলে রাফিদ (১৩)। তবে হবিগঞ্জ সদর উপজেলার দইরাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সোহানুর (১২) এখনও নিখোঁজ রয়েছে। সুত্রে জানাযায়, গত শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার থেকে নিখোঁজ ৪ ছাত্র শুক্রবার বিকেলে পাঞ্জাবি বানানোর কথা বলে মাদ্রাসা থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জ বাজারে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ শিশুদের বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারে চলছে কান্নার রুল। এমনকি শুক্রবার রাতে শিশুদের পরিবারের সদস্যরা তাদের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তাদের সন্ধান পাননি। শনিবার বিকেলে এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪১৫) দায়ের করেন নিখোঁজ শিশু রাফিদের বাবা বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের বাসিন্দা আহমদ রশিদ মনু মিয়া। শিশুদের উদ্ধারের জন্য অভিযান শুরু করে পুলিশ ও র‌্যাব। পরে শায়েস্তাগঞ্জ রেল লাইন অফিসের সিসি ক্যামেররার ফুটেজ পর্যালোচনা করে জানা যায় তারা সিলেট গিয়েছিল। তাৎক্ষনিকভাবে সিলেটে পুলিশের অভিযান চালানো হয়। শেষে শনিবার রাতে তাদের বানিয়াচং উপজেলার বালিখাল থেকে উদ্ধার করা হয়েছে। নিখোজ শিশুরা জানিয়েছেন, তারা সিলেট শাহজালাল মাজারে গিয়েছিল। তবে তাদের সাথে সোহানুর জায়নি। তারা সিলেট থেকে পারাবত ট্রেনের মাধ্যমে আবার চলে আসে। পরে নয়নের ফুফুর বাড়ি বালিখাল চলে যায়। পুলিশ ও র‌্যাব অভিযান পরিচালনা করে তাদেরকে বালিখাল থেকে উদ্ধার করে। এ ব্যাপারে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আমরা সকালে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে নিখোঁজ শিশুদের পরিবার ও মাদ্রাসা কতৃপক্ষের সাথে যোগাযোগ করে জানতে পারি তারা ৪ জন এক সাথে নিখোজ রয়েছে। এর পর থেকেই অভিযান শুরু করা হয়। পরে আমরা জানতে পারি তারা সিলেটের উদ্যোশে রউনা হয়েছে, তখন শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের সিসি ক্যামের ফুটেজ দেখে তাৎক্ষনিকভাবে সিলেটে আমাদের টিম পাটিয়ে দেই। পরে জানতে পারলাম তারা নয়নের ফুফুর বাড়ি আছে, সেখান থেকে উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তবে এখন পর্যন্ত ধারনা করা যাচ্ছে তারা স্বেচ্ছায় গিয়েছিল।


     এই বিভাগের আরো খবর