,

নবীগঞ্জে ডুবা থেকে ৬ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার : কাটছেনা রহস্যের জট!

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জের পল্লীতে নিখোঁজের ৯ ঘন্টা পর একটি ডুবা থেকে জিসান আহমেদ নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শিশু জিসানের মৃত দেহ উদ্ধার করা হয়। জিসান ওই গ্রামের মৃত আনহার মিয়ার ছেলে। তবে ডুবার পানিতে পড়ে নাকি অন্য কোন ভাবে শিশু জিসানের মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছেনা। এ নিয়ে এলাকায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনকাদিপুর গ্রামের মেম্বার প্রার্থী খালেদ হোসেন দুলনের ভাতিজা ও মৃত আনহার মিয়ার শিশু সন্তান জিসান গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। সারা দিন থাকে আত্মীয় স্বজনদের বাসাবাড়ীসহ গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখোজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি জিসানের। পরিবারের লোকজন খোঁজাখোজির এক পর্যায়ে রাত প্রায় ৮ টার দিকে তাদের বাড়ী পার্শ্বে স্থানীয় বনকাদিপুর জামে মসজিদের নিকটস্থ শেরখাই নদীর ডুবায় শিশু জিসানের মৃত দেহ দেখতে পান। এসময় মৃত দেহটি ডুবা থেকে উদ্ধার করে আনা হয়। পিতাহারা শিশু জিসানের অকাল মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে চলছে আহাজারী। বনকাদিপুর গ্রামের বাসিন্দা ও দীঘলবাক ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরিচালক মনসুর আহমেদ নাইম জানান, জিসান সকালে নিখোঁজ হয়েছিল। তাকে সারা দিন খোঁজাখেজি করেও কোথাও পাওয়া যায়নি। রাত ৮টার দিকে একটি ডুবার পানিতে তার মৃত দেহ পাওয়া গেছে। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে কেউ বলতে পারছে না। রাত ১১টার সময় শিশুদের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।


     এই বিভাগের আরো খবর