,

নবীগঞ্জে অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে টিন বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ অলিমা মফিজ ফাউন্ডেশন-ইউকে’ কর্র্তৃক নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র বিমোচনে ও শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের কর্মসুচি পরিচালক ও পারলেক্স-এর আঞ্চলিক পরিচালক নোমান আহমেদ চৌধুরীর পরিচালনায় ও এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত শুক্রবার সকালে উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের স্থানীয় ১টি মসজিদসহ হতদরিদ্র ১৫টি পরিবারের মাঝে উন্নতমানের ঢেউটিন বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের কর্মসুচি পরিচালক নোমান আহমেদ চৌধুরী জানান, ‘‘ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদ (এফসিসিএ,এমবিএ), যিনি একজন শিক্ষানুরাগী, যুক্তরাজ্যের বিশিষ্ঠ ইনভেষ্টমেন্ট ব্যাংকার ও এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের শিল্পোদ্যোক্তার জন্য শিল্প স্থাপন/সম্প্রসারণ কাজে ব্যাংকিং চ্যানেলে অর্থায়নের সু-ব্যস্থার কাজ করেন নিবেদীতপ্রাণে, তিনি তার প্রাণের জন্মভূমির জন্য কাজ করতে চান মনেপ্রাণে, তাই তিনি তার মা-বাবার নামে গড়েছেন অলিমা মফিজ ফাউন্ডেশন-ইউকে’। বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যথাক্রমে ফাউন্ডেশন প্রতিষ্ঠাতার পিতা হাজী শেখ মোহাম্মাদ মফিজ উদ্দিন, করগাঁও জামে মসজিদের সেক্রেটারী হাজী আবু তাহের মিয়া, শেখ আব্দুর রহিম, শেখ নাসিম উদ্দিন সোহান, হারুনুর রশিদ, নুনু মিয়া, দিলাল মিয়া, হাফিজুর রহমান, রুহুল আমিন, জাকির হোসেন চেীধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর