,

নবীগঞ্জে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে শিক্ষকদের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্থবায়নের দাবীতে বঞ্চিত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ জে,কে মডেল হাইস্কুল থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম। এর আগে বিভিন্ন দাবী দাওয়া উল্লেখ করে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্থবায়নে জে,কে হাইস্কুল প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, সমিতির সাংগঠনিক সম্পাদক ও ইনাতগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুল আলম, মোস্তফাপুর মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর নুর, তাহিরপুর মাদ্রাসার প্রভাষক আলতাফ হোসেন, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও রাগীব রাবেয়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, আউশকান্দি র,প স্কুল এন্ড কলেজের প্রভাষক দিলশাদ মিয়া, হাফিজুর রহমান মোল্লা, হিরা মিয়া গালস্ স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমেদ, দীঘলবাক হাইস্কুলের প্রধান শিক্ষক নিজামুল হক, হিরা মিয়া স্কুলের সিনিয়র শিক্ষক আশরাফুল আলম, হাজী আঞ্জব আলী হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, আজিজ হাবিব হাইস্কুলের সিনিয়র শিক্ষক মছদ্দর আলী, দিনারপুর হাইস্কুলের শিক্ষক মহিসিনুর রহমান ও ঘোলডুবা হাইস্কুলের শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ। গতকাল মঙ্গলবার বেসরকারী সকল স্কুল, মাদ্রাসার ক্লাশ বন্ধ করে শিক্ষক ও কর্মচারীগণ উক্ত আন্দোলনে যোগ দেয়। এ সময় বক্তাগণ বলেন, চলতি মাসের মধ্যে তাদের দাবী দাওয়া না মানলে আগামী ১লা এপ্রিল থেকে সারা দেশের ন্যায় নবীগঞ্জে ও সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা’র ক্লাশ বর্জনসহ ব্যাপক আন্দোলনের ডাক দেয়া হবে। তারা ওই সময়ের মধ্যে অষ্টম জাতীয় স্কেল বাস্থবায়নসহ অন্যান্য দাবী গুলো মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর