,

হবিগঞ্জ পৌরসভায় স্থায়ী কমিটি সমূহের গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে স্থায়ী কমিটি সমূহের গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে ও তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিপ-৩) এর সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। পৌরসভার সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা বালা পাল ও পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী (কমিউনিটি) খন্দকার হাফিজুর রহমান ও আঞ্চলিক সমন্বয়কারী (অর্থ) মোঃ শাহীনুল হক। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস সমাপনী বক্তব্যে বলেন পৌরসভার স্থায়ী কমিটিগুলোর কর্মকান্ডকে গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আরো মনোযোগী হতে হবে। তিনি বলেন নাগরিক সেবা জোরদার করতে ও পৌরসভার কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থায়ী কমিটিকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ন।


     এই বিভাগের আরো খবর