,

আগামী ১৩ এপ্রিল হবিগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল ১৪টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৩ ও ৪ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হবে ১৩ এপ্রিল। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামীলীগ সমর্থিত এডভোকেট আব্দুল মোছাব্বির, বিএনপি সমর্থিত এডঃ আব্দুন নুর খান, দল নিরপেক্ষ হিসাবে এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান, এডঃ আব্দুল হান্নান চৌধুরী ও এডঃ হাবিবুর রহমান, সহ-সভাপতির একটি পদের বিপরীতে এডঃ জসিম উদ্দিন, বিএনপি সমর্থিত এডঃ ইলিয়াছ মিয়া, এডঃ ইদ্রিছ মিয়া চৌধুরী, এডঃ আবুল আজাদ, এডঃ সুধাংশু সূত্রধর, এডঃ মুরলী ধর দাস, সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত এডঃ জমসেদ মিয়া, আওয়ামীলীগ সমর্থিত লুৎফুর রহমান তালুকদার, এডঃ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক (দেওয়ানী শাখা) পদে এডঃ জসিম উদ্দিন ও এডঃ নুরুল হক, যুগ্ম সম্পাদক (ফৌজদারী শাখা) পদে বিএনপি সমর্থিত ফেরদৌস আলম চৌধুরী, আওয়ামীলীগ সমর্থিত ফারুক আহমেদ, সাইদুজ্জামান, জুনায়েদ মিয়া, লাইব্রেরী সম্পাদক পদে বিএনপি সমর্থিত কুতুব উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ সমর্থিত পারভিন আক্তার, ক্রিড়া সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত আশরাফুল আলম, বিএনপি সমর্থিত আছকির উজ্জামান, ৪টি সিনিয়র সদস্য পদের বিপরীতে এডঃ জাবেদ আলী, আনোয়ার হোসেন, নির্মল ভট্টাচায্য রিংকু, নজরুল ইসলাম, আব্দুল মালেক, নুরুল হুদা, হাবিবুর রহমান খান, ফারুকুর রহমান, ৩টি জুনিয়র সদস্য পতে এডঃ মাসুক মিয়া, বিজিৎ লাল রায়, ফারজানা এলাহী সুমি, শরফুল হুদা চৌধুরী খোকন, এ জে জালাল আহমেদ, আব্দুল মতিন, নজরুল ইসলাম, পংকজ কান্তি রায়। সমিতির ৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


     এই বিভাগের আরো খবর