,

হবিগঞ্জে ফিল্মি স্টাইলে দিন দুপুরে এক যুবককে অপহরণ : পুলিশের সাড়াশি অভিযানে ৫ ঘন্টা পর উদ্ধার ॥ আটক ১

আব্দুল হামিদ ॥ হবিগঞ্জ শহরের তিন কোনাপাড় থেকে সফি উল্লাহ (৩০) নামে এক যুবককে ফিল্মি স্টাইলে অপহরণ করেছে একদল দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা লোকমান মিয়া (২৫) নামে এক যুবককে আটক করলেও অন্যান্যরা তাকে অপহরণ করে পালিয়ে যায়। পরে পুলিশের ৫ ঘন্টাব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে অপহৃত শফি উল্লাহকে উদ্ধার করে সদর থানার পুলিশ। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ আদালতে একটি মাদক মামলায় স্ত্রী রতœা বেগমকে সাথে নিয়ে হাজিরা দিতে আসে বাহ্মনবাড়িয়া সদর উপজেলার আদমপুর গ্রামের আব্দুল আহাদ মিয়ার পুত্র মোঃ শফি উল্লাহ। হাজিরা শেষে তারা প্রয়োজনীয় কাজে রিক্সা যোগে চৌধুরী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে শহরের তিন কোনা পুকুর পাড় নামক স্থানে আসা মাত্রই উমেদনগর গ্রামের মৃত মকসুদ আলীর পুত্র লোকমান মিয়া ও একই গ্রামের দীপকসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল তাদের জোর পূর্বক রিক্সা থেকে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে শফি উল্লাহকে সিএনজিতে উঠিয়ে নেয়। এ সময় স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে লোকমান মিয়াকে আটক করলেও অন্যান্যরা তাকে অপহরণ করে দ্রুতগামী সিএনজি যোগে পালিয়ে যায়। তাৎক্ষনিক জনতা সদর থানা পুলিশকে খবর দিয়ে আটক লোকমানকে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে আটক লোকমান পুলিশকে জানায়, শফি উল্লাহকে অপহরণ করার সময় তার সাথে ছিল একই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র জসিম উদ্দিন, নোয়াহাটি গ্রামের কাঠমিস্ত্রি বাবুল সরকারের পুত্র দিপক সরকারসহ ৭/৮ জনের একটি দল। লোকমানের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণকারীদের ধরতে শহরের বিভিন্নস্থানে সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে তথ্য উদঘাটনের জন্য পুলিশ অপহরণকারী দিপকের পিতা-মাতাকে জিজ্ঞাসাবাদ করে। পরে বিকেল ৫টায় দিপকের পিতা-মাতার তথ্য অনুযায়ী সদর উপজেলার টঙ্গিরঘাট গুঙ্গিয়াজুরি হাওরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেরে অপহরণকারীরা শফি উল্লাহকে হাওরে ফেলে পালিয়ে যায়। পুলিশ শফি উল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে গতকাল রাতেই শফি উল্লাহর স্ত্রী রতœা বাদি হয়ে অপহরণকারী লোকমান মিয়া, দীপকসহ কয়েকজনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অপহৃত শফি উল্লাহকে উদ্ধার করা হয়েছে এবং একটি মামলা হয়েছে। আটক লোকমানকে রিমান্ডে এনে আরো রহস্য উদ্ধার করা হবে।


     এই বিভাগের আরো খবর