,

সুস্থ সাংবাদিকতা ও মুক্ত সাহিত্য চর্চাই পারে সমাজের সকল কুলসতা দুর করতে কাব্যকথা উৎসবে বিশিষ্ট কবি আসলাম সানী

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় কবিতা পরিষদের সাধারন সম্পাদক বিশিষ্ট কবি আসলাম সানী বলেন, সুস্থ সাংবাদিকতা ও মুক্ত সাহিত্য চর্চাই পারে সমাজের সকল কলুসতা দুর করতে। তাই সবাইকে দৈনন্দিন সকল কাজের পাশাপাশি সাহিত্য সাধনা করা প্রয়োজন। তিনি গত শুক্রবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলানায়তনে জাতীয় কাব্যকথা সাহিত্য উৎসব ২০১৪ উপলক্ষ্যে আলোচনা সভায় সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। লেখক ছড়াকার সিরাজুল করিমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন এনায়েত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, কবিগুরু রবীন্দ্র শিক্ষা গবেষনা পরিষদের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ জমির হোসেন, মাসিক কাব্যকথার সম্পাদক মন্ডলীর সম্পাদক অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম, তাজুল ইসলাম বাঙ্গালী, সাদেক আহমদ, এনাম মঞ্জু, স.ম. (৩য় পৃষ্ঠায় দেখুন) সামসুল আলম, সৈয়দ আহমদ আলী আজীজ, শামীমা শারমীন, আলিক মইন উদ্দিন, সাহিত্য গবেষক আব্দুল হাই কবি কামরুজ্জামান, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজমীন হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল এবং বাঁশপাতার সম্পাদক সাংবাদিক গোলাম রহমান লিমনসহ ৯ জনকে সম্মননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর