,

চুনারুঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত : দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

চুনারুঘাট প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় গতকাল শনিবার চুনারুঘাটে মহান জাতীয় ও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন দিনব্যাপী শিশু কিশোরদের জন্য খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেযারম্যান মোঃ আবু তাহের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট ও বিভিন্ন স্কুল সমূহের শিশু কিশোরদের মার্চ পাষ্ট ও কুচঁকাওয়াজ অনুষ্ঠিত হয়। মার্চ পাষ্টে সামাল গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল ও থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী। সকাল ১১টায় মাঠে সবাই দাড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। শিশু কিশোরদের খেলা ধূলা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে দুপুরে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে উপজেলার দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট উপজেলা প্র্রশাসন। শনিবার দুপুরে এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার তন্ময় ইসলাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া খাতুন, অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী ও মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ। এতে বক্তব্য রাখেন সৈয়দ মোদাব্বির আলী, সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র কুমার রায়, পিআইও মাসুদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ খালেক, আঃ রশিদ, আঃ গাফ্ফার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক প্রমুখ। তাদের প্রত্যেককে আর্থিক সম্মানী প্রদান করা হয়। মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে শনিবার দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খেলাধুলার মধ্যে রয়েছে প্রীতি ফুটবল, ভলিবল, লংজাম্প, হাইজাম্প, মিউজিক্যাল চেয়ার, দৌড়সহ বিভিন্ন ইভেন্ট। এতে কঁচিকাঁচা ছেলেমেয়েরা অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলসহ বিভাগীয় কর্মকর্তা ও গনামান্য ব্যক্তিবর্গ। খেলাধুলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।


     এই বিভাগের আরো খবর