,

সিলেটে জজ আদালতের বিচার বিভাগীয় সম্মেলন

সিলেট প্রতিনিধি ॥ সিলেট জজ আদালতের বিচার বিভাগীয় সম্মেলন-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সিলেট জেলা ও দায়রা জজ সম্মেলন কক্ষে শুরু হওয়া সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান। বক্তব্যে তিনি বলেন, বিচার কাজে নিয়োজিত সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে মামলার জট কমবে। বাদি এবং আসামি উভয়ই চায় ন্যায় বিচার। ন্যায় বিচারের স্বার্থে তদন্ত কাজে নিয়োজিতরা সঠিকভাবে তদন্ত, তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষী ও মেডিকেল রিপোর্ট সঠিক সময়ে দিলে কম সময়ে মামলা নিস্পত্তি করা সম্ভব। যুগ্ম-জেলা দায়রা জজ মোঃ রকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক আব্দুল আজিজ মন্ডল, দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক দিলিপ কুমার, জন নিরাপত্তা আদালতের বিচারক মইদুল ইসলাম, অতিরিক্ত জেলা দায়রা জজ মঈন উদ্দিন আহমদ, যুগ্ম জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ করিম। বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা কাদের, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, বিচারক দিলওয়ার হোসেন শামীম, সিলেটের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর পুলিশ কমিশনার মোঃ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, জজ কোটের্র এডিশনাল পিপি মোঃ শামছুল ইসলাম, দুদক সিলেটের পরিচালক মোঃ আবুল হাসান, অধ্যাপক ডা. আবুল মনসুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি আফম রুহুল আনাম চৌধুরী মিন্টু, র‌্যাব ৯ সিলেটের এএসপি জালাল উদ্দিন, বিজিবির নাসিম হোসেন চৌধুরী প্রমুখ। বক্তব্যে প্রধান অতিথি আরও বলেন, দেশের সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার আছে। সরকার সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত কাজে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। প্রতিটি আদালতে দু’জন করে লিগ্যাল এইডের পক্ষ থেকে আইনজীবী রাখা হবে। প্রতিটি থানার কর্মকর্তাদের তদন্তকাজ সিনিয়র কর্মকর্তাদের তদারকি থাকলে তদন্ত রিপোর্টে ত্র“টি থাকবে না। সম্মেলনের ২য় অধিবেশনে মামলার জট কমানো নিয়ে বিচারক ও দেওয়ানি মামলার সিনিয়র আইনজীবীদের নিয়ে আলোচনা হয়।


     এই বিভাগের আরো খবর