,

জীবনমান উন্নয়নে ব্রাক-শেভরনের যৌথ উদ্যেগে আউশকান্দিতে জীবিকা প্রকল্প অবহিতকরন সভা

স্টাফ রিপোর্টার ॥ জীবনমান উন্নয়নে ব্র্যাক-শেভরনের যৌথ উদ্যোগে জীবিকা প্রকল্প অবহিতকরন সভা গতকাল বুধবার সকাল ১১টায় আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক-আইডিপি কর্মসূচি প্রধান শ্যাম সুন্দর সাহার সভাপতিত্বে ও জীবিকা প্রকল্প ম্যানেজার আবুল কালাম আজাদ ও আইডিয়ার এডভোকেসি এসোসিয়্যাট তামান্না আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামসুল ইসলাম। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়া, খালেদ আহমেদ পাঠান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ নিকসন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, আব্দুল মালিক, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সাংবাদিক শাহ সুলতান আহমেদ, মিছবাহ উদ্দিন আংঙ্গুর প্রমুখ। উক্ত সভায় শুরুতেই স্বাগত বক্তব্য এবং কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন আইডিয়া’র নির্বাহী পরিচালক মোঃ নজমুল হক। জীবিকা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে উপস্থাপন করেন ব্র্যাকের কর্মসূচি সমন্বয়কারী এএসএম সোফরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলমগীর চৌধুরী বলেন, স্থানীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজের সহযোগী হিসেবে এনজিওগুলো দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ব্র্যাক আন্তর্জাতিক ভাবে সফল একটি প্রতিষ্ঠান, তাই ব্র্যাকের উপরে আমাদের আস্থা রয়েছে। আমরা সব সময় আইডিয়া ও শেভরনের সহযোগিতাও পাচ্ছি। ভিডিও (ভিলেজ ডেভেলপমেন্ট অর্গাইজেশন) এর মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে আশা করছি। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে যেকোন কাজকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। জীবিকা প্রকল্প বাস্তবায়নে যে কোন ধরনের সহায়তা প্রদানে স্থানীয় সরকারের প্রতিনিধিগণ পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মুক্ত আলোচনায় বিভিন্ন গ্রাম উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অন্যান্য শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপর্যুক্ত আলোচনায় প্রকল্প সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয় এবং উপস্থিত সরকারী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভাপতির বক্তব্যে ব্র্যাক-এর কর্মসূচি প্রধান শ্যাম সুন্দর সাহা বলেন, ১৮ মাসের জীবিকা পাইলট প্রকল্পটি প্রায় ৪ হাজার দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধিতে সহায়তা করবে এবং তাদের এলাকা-উপযোগী কৃষিপণ্যের উন্নত উৎপাদনপদ্ধতি এবং উৎপাদিত পণ্যের যথাযথ মূল্যপ্রাপ্তিতে ভ্যালু চেইন উন্নয়ন ও ক্ষুদ্র ব্যবসার উদ্যোগকে সহায়তা করবে। ব্র্যাক শেভরন অংশীদারিত্ব প্রকল্প ‘জীবিকা’ শুরু হয়েছে বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার এলাকার গ্যাসক্ষেত্র গুলির আশে পাশের মানুষদের সঙ্গে। শেভরনের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’র অংশ হিসেবে গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন গ্যাসক্ষেত্র গুলির আশেপাশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ব্র্যাকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।


     এই বিভাগের আরো খবর