,

শিল্প বর্জ্যে দূষিত সুতাং নদী সহ জেলার সার্বিক পরিবেশ রক্ষায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ শিল্প বর্জ্যে দূষিত সুতাং নদী সহ জেলার সার্বিক পরিবেশ রক্ষায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচী পালন করল সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ। গতকাল সোমবার ৪ এপ্রিল সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলায় এ কর্মসূচী পালিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ এই কর্মসূচীতে উপস্থিত হয়ে এ দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন। কর্মসূচী চলাকালে একটি সভাও অনুষ্ঠিত হয়। নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বারের সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ, এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট জিলু মিয়া, এডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা জাসদের দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার জাহান লিটন, পুজা উদযাপন পরিষদের নেতা বনবিহারী রায়, শংকর অধিকারী, অলক কুমার চন্দ, সিএনজি শ্রমিক নেতা অনু মিয়া, শিমন আহমেদ, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি শ্যামল মোদক, সংস্কৃতি কর্মী অপু চৌধুরী, সিপিবি নেতা সাহেব আলী, সামছু মিয়া, মমিন মিয়া, সমসু মিয়া, সাংবাদিক নেতা মুজিবুর রহমান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, জাসদ নেতা কামরুল হোসেন, ছাত্র ইউনিয়ন নেতা সিফাত জাহান জেসি প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ শিল্প মালিকদের অন্যায় আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন পরিবেশ দুষণের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় এবং নদীর পানি ব্যবহারের অনুপযোগী হওয়ায় নদী তীরবর্তী জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থা চলতে থাকলে যেকোন সময় বড় ধরণের নাগরিক আন্দোলন গড়ে উঠবে। তাই অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহবান জানান। সভাশেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে গেলে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর