,

চুনারুঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও এফআইভিডিবি মা-মনি এইচএসএস প্রকল্প ও ইনডেভার সমন্বিত উন্নয়ন কর্মসূচীর সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুনারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। “সুশৃঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী পরবর্তী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল। ডাঃ মোঃ নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্ধীন শামছু, ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, আরএমও ডাঃ মোজাম্মেল হোসেন, মা-মনি প্রতিনিধি এ কে শামীম আহমদ, ইনডেভার প্রকল্প সমন্বয়কারী সৈয়দ হাফিজ আহমদ, খন্দকার শোয়াইব হোসেন, মা-মনি টেকনিকেল অফিসার শফিউল ইসলাম চৌধুরী, সৈয়দ সুলতানান নাসির হোসেন ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল হান্নান। আলোচনায় বক্তাগণ ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রণে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য সকলকে আহবান জানান। বিশ্বে প্রতি ১১জনে ১জন ডায়াবেটিকে আক্রান্ত হন। ১৯৮০ সালে যেখানে সারাবিশ্বে ডায়াবেটিক রোগী ছিল ১ কোটি ৮০লাখ, সেখানে ২০১৪ সালে দাড়ায় ৪ কোটি ২০লাখ যা ৪গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডায়াবেটিকের কুফল সম্পর্কে আলোচনার পাশাপশি স্বাস্থ্য সম্বলিত অন্যান্য বিষয়াবলী নিয়ে মনোযোগ ও আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মী ও সহযোগী এনজিও সমূহকে আহবান জানান। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সাধারণ রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সঠিক সেবা ও পরামর্শ প্রদানের ব্যাপারে সকলকে অনুরোধ করেন।


     এই বিভাগের আরো খবর