,

চুনারুঘাটে শিক্ষককে মারধোরের ঘটনায় ৪ আসামীর কারাদন্ড

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বড়কুটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মো. শফিক উদ্দিন মাস্টারকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধোরের ঘটনায় ৪ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। গত বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবির এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হল, চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের সিকন্দর আলীর পুত্র দরছ আলী, মোতাহির বখত চৌধুরীর পুত্র ফরহাদ বখত চৌধুরী, দরবেশ আলীর পুত্র জুনেদ মিয়া ও জহুর আলীর পুত্র আমীর হোসেন। মামলার বিবরনে জানা যায়, উপজেলার চাটপাড়া গ্রামের শফিক উদ্দিন মাস্টারের একটি জমি জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টা করে চাটপড়া গ্রামের দরছ আলীর লোকজন। ২০০৮ সালের ৩ জুন ওই জমিতে তিনি হাল চাষ করতে গেলে আসামীরা তাকে খুন করার উদ্দেশ্যে হামলা করে মারধোর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসা নেন। পরে পরে জুরাই মাসের ১ তারিখে শফিক উদ্দিন মাস্টার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক দরছ আলী ও ফরহাদ বখত চৌধুরীকে ১ বৎসরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড এবং জুনেদ মিয়া ও আমীর হোসেনকে ৬ মাসের কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেন।


     এই বিভাগের আরো খবর