,

জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক বসন্ত সাহিত্য উৎসব উদ্যাপিত : বসন্ত উৎসব নয় আজ যেন মনে হচ্ছে কবিদের মিলন উৎসব- মেয়র ছাবির আহমদ চৌধুরী

উত্তম কুমার পাল হিমেল ॥ “বাংলায় বসন্তের আগমনে ফুল-পাখি-প্রজাপতির কল-কাকলিতে সব ধরণের অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির উদ্বোধন ঘোষিত হয় সুতরাং বাঙালির জীবনে ও সংস্কৃতিতে বসন্ত সাহিত্য উৎসব শুধু ঢাকাতেই নয়, হবিগঞ্জেই নয় সারাদেশেই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে আজকের বসন্ত উৎসব থেকে কবিদের আহ্বান থাকলো।’ জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা কর্তৃক ‘বসন্ত সাহিত্য উৎসব ২০১৬’ উদ্যাপন উপলক্ষে গত ০৯ এপ্রিল ২০১৬ শনিবার দুপুর ২টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন, হবিগঞ্জ-এ আয়োজিত উৎসবে জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় সভাপতি-মন্ডলীর সদস্য বাংলা একাডেমি পুরস্কার-প্রাপ্ত শিশু-সাহিত্যিক কবি আসলাম সানী উৎসবের উদ্বোধনী ভাষণে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি এই উৎসব শতভাগ সফল ও সার্থক হয়েছে বলে মন্তব্য করেন। তিনি সংবর্ধিত অতিথি নবীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে ‘তুমুল জনপ্রিয় মাটি ও মানুষের নেতা’ হিসেবে অভিহিত করেন। তিনি জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীকে আগামী দুই বছরের জন্য পূণরায় সভাপতি ঘোষণা করে তার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানান। জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হাসান হাফিজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাঙালি মননে ও বাংলা সাহিত্যে বসন্ত উৎসব অপরিহার্য্য। কবি বলেছেন- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত।’ কাজেই বসন্তকে আমাদের বরণ করতেই হবে।’ উক্ত উৎসবে নবীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সংবর্ধণা প্রদান করা হয়। তিনি সংবর্ধিত অতিথির বক্তব্যে ঢাকা থেকে আগত এবং উপস্থিত সকল কবি-সাহিত্যিকদের নবীগঞ্জে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বলেন- ‘বসন্ত উৎসব নয় আজ যেন মনে হচ্ছে কবিদের মিলন উৎসব।’ তিনি প্রতিবছর জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আড়ম্বরভাবে ‘বসন্ত সাহিত্য উৎসব’ উদযাপনের আহ্বান জানান এবং তাঁর যথাসাধ্য সহযোহিতা থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। পরিষদের সহ-সভাপতি কবি শহিদুজ্জামান চৌধুরী ও কবি এস. এম সাজ্জাদ’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ গীতি-কবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি এম. আর মনজু। তিনি তাঁর বক্তৃতায় বলেন- ‘কবি ও কবিতার জন্যে হলেও বসন্ত উৎসবের যথেষ্ট প্রয়োজন।’ বিশেষ অতিথির বক্তৃতায় কবি হেনা আক্তার জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘বসন্ত সাহিত্য উৎসব ২০১৬’ জাতীয় মানের হয়েছে বলে মন্তব্য করেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন- নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিকার মোঃ আব্দুস সালাম, জাতীয় কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কবি বাদল কৃষ্ণ বণিক, বিশ্ব কবিতা কংগ্রেস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি মোঃ গোলাম কিবরিয়া, কবি অধ্যাপক কোকিল দাশ, কবি মোঃ নুরুজ্জামান ওরফে শাহ্জামান, কবি ও ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি ও গীতিকার শাহ্ মোঃ আলমগীর, কবি আফতাব আল মাহমুদ, বাংলাদেশ পয়েটস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি নিলুপা ইসলাম নিলু, কবি ও সাংবাদিক এম. গৌছুজ্জামান চৌধুরী। এছাড়াও অতিথির বক্তৃতা করেন- কবি কাজী এম হাসান আলী, কবি ও প্রধান শিক্ষক এম. এ ওয়াহিদ লাভলু, প্রধান শিক্ষিকা রাহেলা খানম চৌধুরী, প্রধান শিক্ষিকা শাহিনুর আক্তার পান্না, কবি মোঃ আব্দুল মুহিত রাসেল, কবি ও সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ। নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের শিশু সংগীত শিল্পীদের ‘জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আসলাম সানী ‘বসন্ত সাহিত্য উৎসব ২০১৬’ ঘোষণা করার পর-পরই স্বাগত বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম। এরপর কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘বাংলা ভাষা’ বসন্ত সংখ্যা’র মোড়ক উন্মোচন করেন উৎসবের উদ্বোধক ও অতিথিবৃন্দ। স্বরচিত কবিতা পাঠ করেন পরিষদের সহ-সভাপতি কবি সঞ্জয় কুমার ধাম, কবি ইব্রাহীম ইফসুফ, কবি এস. এম সাজ্জাদ, কবি খালেদ আহমদ, গীতিকবি গোপাল রায়, কবি ফখরুল ইসলাম, বিবিয়ানা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এস.এম শাহ্জাদা, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক আহমদ চৌধুরী, কবি রাখাল সূত্রধর, মোঃ জুয়েল চৌধুরী, কবি সাইফুল ইসলাম সারং, কবি এম. ডি হামিদুর রহমান, কবি সুমন মল্লিক, কবি লোকমান হোসেন হারুন, কবি জাহেদ আহমদ, ওবায়দুর রহমান সাইদুর, রাজু মিয়া, কবি পল্লব আচার্য্য, সাগর দাশ সূর্য প্রমুখ। কবিতা আবৃত্তি করেন আবৃত্তি-শিল্পী কাঞ্চন বণিক, মাইশা, কিশোর সুমন, তানজুমা তারান্নুম হক চৌধুরী প্রমুখ। ‘বসন্ত সাহিত্য উৎসব ২০১৬’ উপলক্ষে বাংলা কাব্য-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি-স্বরূপ কবি আসলাম সানী, বাংলা ছড়া-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি-স্বরূপ কবি হাসান হাফিজ, বাংলা গীতি-কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি-স্বরূপ কবি এম. আর মনজু-কে ‘বসন্ত সাহিত্য উৎসব ২০১৬ সম্মাননা স্মারক’ নবীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী-কে ‘বসন্ত সাহিত্য উৎসব ২০১৬ সংবর্ধণা স্মারক’ ‘সমুদ্র সফেন’ কাব্যগ্রন্থের জন্য কবি কোকিল দাশ, ‘প্রকৃতির পাঠশালা’ কাব্যগ্রন্থের জন্য কবি মোঃ নুরুজ্জামান ওরফে শাহজামান, ‘নির্বাসনে কবিতা’ কাব্যগ্রন্থের জন্য কবি বাদল কৃষ্ণ বণিক, ‘জবাব একদিন দিতে হবে’ কাব্যগ্রন্থের জন্য কবি মোঃ গোলাম কিবরিয়া, ‘নিসর্গের ভেলোসিটি’ কাব্যগ্রন্থের জন্য কবি আফতাব আল মাহমুদ, ‘দুর্গম পথের যাত্রী’ কাব্যগ্রন্থের জন্য কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, ‘পুতুলের বউ’ ছড়াগ্রন্থের জন্য কবি এস.এম সাজ্জাদ-কে ‘বসন্ত সাহিত্য উৎসব ২০১৬ সম্মাননা পদক’ ‘ছড়া-সাহিত্যে’ অবদানের জন্য কবি তারেশ কান্তি তালুকদার, ‘কবিতায়’ অবদানের জন্য কবি শাহ্ মোঃ আলমগীর, ‘সাংবাদিকতায়’ অবদানের জন্য কবি এম. শহিদুজ্জামান চৌধুরী, ‘নারী সাহিত্যে-সংগঠক’ হিসেবে অবদানের জন্য কবি নিলুপা ইসলাম নিলু, ‘সাহিত্য-আন্দোলনে অবদানের জন্য কবি এম শহিদুজ্জামান চৌধুরী, ‘সাহিত্য-পত্রিকা সম্পাদনায়’ অবদানের জন্য কবি কাজী এম. হাসান আলী, ‘লিটল-ম্যাগ সম্পাদনায়’ অবদানের জন্য কবি রাখাল সূত্রধর, ছড়ায় অবদানের জন্য কবি ইব্রাহীম ইউসুফ-কে ‘বসন্ত সাহিত্য উৎসব ২০১৬ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। উৎসবের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা-ক্রেস্ট তুলে দেন। উৎসবে বিভিন্ন হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের বই-পড়–য়া ১৫০জন শিক্ষার্থীদের মাঝে কবি-সাহিত্যিকদের বই উপহার হিসেবে প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর