,

সাগরিকা পরিবহনের শ্রমিকদের হামলায় হবিগঞ্জ বিরতীহীন গাড়ীর ড্রাইভার সহ আহত ৪

আব্দুল হামিদ ॥ শায়েস্তাগঞ্জে সিলেটের সাগরিকা পরিবহনের একটি গাড়ি সমিতির নিয়ম অমান্য করে যাত্রী নেয়ার জের ধরে হবিগঞ্জ বিরতিহীন গাড়ির ড্রাইভার হেলপারসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সিলেট বাস শ্রমিকরা। ঘটনা ঘটেছে গতকাল বুধবার বিকেলে। আহত সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮ টায় ঢাকা থেকে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এসে বাস মালিক সমিতির নিয়ম অমান্য করে যাত্রী উঠায় এসময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের দায়িত্বরত সমিতির চেকার নিষেধ করে। এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জেরে বিকেলে সিলেট বাস ষ্টেশন থেকে একটি বিরতিহীন গাড়ি যাত্রী নিয়ে হবিগঞ্জে উদ্দেশ্যে রওয়ানা হয়ে কদমতলী ব্রাদার্স ফিলিং স্টেশনের কাছে আসা মাত্র সিলেট সাগরিকা পরিবহনের অন্তত ১০০ শ্রমিক লাঠিসুঠা নিয়ে হবিগঞ্জ বিরতিহীন গাড়ির উপর হামলা চালায়। এসময় তারা বাসের চারজন স্টাফকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুনায়েদ আহমেদ (৩৫), কৃষ্ণ দাস (৩৫), আব্দুল মতিন খান (৩৬), সেবুল মিয়া (২৬) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর