,

ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা কর্তৃক বিবিয়ানা গ্যাসক্ষেত্রে নাশকতার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ এশিয়ার বৃহত্তম গ্যাসকূপ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা কর্তৃক নাশকতা পরিকল্পনার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল থেকেই নবীগঞ্জের সচেতন মহলে এনিয়ে চলছে নানা আলোচনা। এ নিয়ে শেভরন কর্তৃপক্ষ মৌখিকভাবে আতংকের কথা জানিয়েছেন। তবে শেভরনের কোন কর্মকর্তা বা কর্মচারী এ নিয়ে সরাসরি কোন কথা বলেননি। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, বিবিয়ানা গ্যাস ফিল্ডের দায়িত্বে থাকা শেভরন কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের কাছে থেকে নিরাপত্তা জন্য লিখিতভাবে কোন অভিযোগ না দিলেও মৌখিকভাবে বিষয়টি অবগত করেছেন। তিনি বলেন গ্যাস ফিল্ডের নিরাপত্তার জন্য প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্র্জ (ওসি) মোঃ আব্দুল বাতেন খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন সূত্রে আমরা গ্যাস ফিল্ডের পাইপ লাইনে নাশকতা পরিকল্পনার খবর পেয়েছি। আমরা গ্যাসফিল্ড এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরধার করেছি। হুমকির ব্যাপারে জানতে বিবিয়ানা কর্তৃপক্ষের সাথে মোবাইলে যোগাযোগ করে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।


     এই বিভাগের আরো খবর