,

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং বিষয়ে প্রশাসনের মতবিনিময়

ইনাতগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে বলেন,ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কেউ ইভটিজিং করলে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে। ইভটিজিংকারী কাউকে ছাড় দেয়া হবেনা। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, যে ছাত্রীরা বিদ্যালয়ে আসছে তারা তোমাদের বোন। তারা স্কুল কলেজে এসে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে দায়িত্ববান হতে হবে। পাশাপাশি বাইরের কেউ যাতে ইভটিজিং করতে না পারে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইভটিজিং বন্ধে সব ধরনের সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন ,বিদ্যালয়ের সহকারী শিক এম এ আহাদ, ধর্ম শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, সাম্প্রতিককালে উপজেলার ইনাতগঞ্জসহ বিভিন্ন এলাকায় বখাটে ছেলেদের উৎপাতে স্কুল কলেজের ছাত্রীরা অতিষ্ট হয়ে উঠেছেন। এসব বখাটেরা স্কুল কলেজ শুরু কিংবা ছুটির সময় মেয়েদের উত্যক্ত করে। বিভিন্ন অঙ্গভঙ্গি ও শিষ দেয়। এসব অপরাধে ইতিমধ্যে দু’জন বখাটেকে পুলিশ মোবাইল কোর্টে হাজির করে শাস্তি প্রদান করেছে।


     এই বিভাগের আরো খবর