,

না ফেরার দেশে চলে গেলো নবীগঞ্জের মেধাবী ছাত্র তনু

রিপন দেব ॥ না ফেরার দেশে চলে গেলো নবীগঞ্জের মেধাবী ছাত্র মৃত্যুঞ্জয়ী সূত্রধর তনু। গত শনিবার বিকালে মৌলভীবাজার জেলার বড়লেখায় বন্ধুর বাড়ীতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মৃত্যুবরণ করে। গতকাল দুপুরে তনুর লাশ নবীগঞ্জে এসে পৌছলে তাকে একনজর দেখার জন্য শত শত মানুষ ভীড় জমায় তার বাড়ীতে। মা-বাবা, বন্ধু-বান্ধব ও স্বজনদের কান্নায় শিবপাশা এলাকার বাতাস ভারী হয়ে উঠে। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে জয়নগরস্থ শশ্মানঘাটে তাকে দাহ করা হয়। তনু সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শেষবর্ষের ছাত্র। সে নবীগঞ্জ পৌর এলাকার শিবাপাশা গ্রামের বেনু সুত্রধরের পুত্র। জানা যায়, অরূপ সুত্রধর তনু গত শনিবার বিকালে বাসন্তী পূজা দেখতে বড়লেখায় তার বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। রাতে কালবৈশাখীর ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির চালে পড়ে গেলে রাত ৯টার দিকে ঘরের ভিতরেই বিদ্যুৎ স্পৃষ্ট হয় তনু, তার বন্ধু ও বন্ধুর বাবা। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তনুকে মৃত ঘোষনা করেন। সদা হাস্যোজ্জ্বল তনু’র এ মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেনা তার সহপাঠি ও আত্মীয় স্বজনরা। এদিকে মেধাবী ছাত্র তনু’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


     এই বিভাগের আরো খবর