,

চতুর্থ ধাপে ইউপি নির্বাচন : বিনা ভোটে আ.লীগের ৩৩ চেয়ারম্যান ১০৬ ইউপিতে প্রার্থী নেই বিএনপির

সময় ডেস্ক ॥ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপেও আওয়ামী লীগের ৩৩ জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন এবং ১০৬ ইউপিতে বিএনপি কোনো প্রার্থী নেই। গত মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে আসাদুজ্জামানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ ধাপের ৭২৫ ইউপি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার শেষ দিন ছিল ১৮ এপ্রিল। এতে চেয়াম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৩ হাজার ২৪৫জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ৫২২জন। আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ৭২৪ জন, বিএনপির ৬১৯ জন, জাতীয় পার্টির ১৫৬জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪২ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ১৫৪ জন প্রার্থী। অবশিষ্ট প্রার্থীগুলো অন্যান্য দল দিয়েছে। প্রথম ধাপে ৫৪ জন, দ্বিতীয় ধাপে ৩৪ জন এবং তৃতীয় ধাপে ২৫ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৩ এপ্রিল হবে তৃতীয় ধাপের ভোট। চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। এরপর হবে পঞ্চম ও ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ।


     এই বিভাগের আরো খবর