,

করগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা উন্নয়ন মতবিনিময় সভায় শেখ মহিউদ্দিন আহমেদ জাহেদ- শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর

স্টাফ রিপোর্টার ॥ গত ২১শে এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩ টায় নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে সভাকক্ষে ইউনিয়নের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে, ১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা শেখ মহিউদ্দিন আহমদ (জাহেদ), বিশেষ অতিথি ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র উপজেলা সভাপতি শামীম আহমদ চৌধুরী, ফাউন্ডেশনের বিশেষ সমন্বয় কর্মকর্তা মিনহাজ সামাদ চৌধুরী। সভা পরিচালনা করেন বড় শাখোয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া। সভার সুচনায় প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সর্বজনাব গীতেন্দ্র কুমার দাশ, বিপুল চন্দ্র দেব, মিত্রা দেব, সেলিনা বেগম, অশেষ কুমার দাশ, লিটন দেবনাথ, জ্ঞানরঞ্জন দাশ, ঝর্ণা রাণী তালুকদার, তপন জ্যোতি রায়, সপ্না দাশ সামন্ত প্রমুখ। শিক্ষক সমাজকে উদ্দেশ্য করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘‘শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর, আমাদের অহংকার। সমাজ সচেতন মানুষদের নিয়ে ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে, শিক্ষক সমাজকে নিয়ে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি, তাহলে আমরাই সৃষ্টি করতে পারব, শিক্ষার এক নতুন পরিবেশ। যেখানে থাকবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ। আজ আপনাদের কাছ থেকে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যে সকল বাঁধার কথা শুণলাম, সেই সকল বাঁধা সকলের সম্মিলিত চেষ্টায় আমরাই অতিক্রম করতে পারব। আমাদের মাঝে কোন বাঁধার আর বাঁধা হিসেবে থাকবে না। আমাদের প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে থাকতে হবে সকলের অকৃত্রিম অংগিকার। যদিও আমার কর্মস্থল সুদূর যুক্তরাজ্যে, কিন্তু শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষা উৎসবের সেতু নির্মাণের লক্ষ্যে আমি বার বার আপনাদের ডাকে আপনাদের কাছে ছুটে আসব। এটা আমার প্রাণের অংগিকার। আপনাদের উদ্যোমই হবে আমার কাজের প্রেরণা এবং আপনাদের সাথে কাজ করার জন্য আমি প্রতিষ্ঠা করেছি, স্বীয় মা-বাবার নামে অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, আমার ছোট্ট আহবানে আপনাদের নিজ নিজ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শেষ করে এই মতবিনিময় সভায় সবাই সতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের সুন্দর সুচিন্তিত অভিমত প্রকাশ করেছেন, আমাকে সত্যি আপনারা অনুপ্রাণিত করলেন, শিক্ষক সমাজের প্রতি আমার শ্রদ্ধা ও শিক্ষার প্রতি দায়বদ্ধতার স্থানটি আমার অনেক উচ্চতায় নিয়ে গেল। তাই আপনাদের সবাইকে আমার অন্তহীন কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাচ্ছি। সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র উপজেলা সভাপতি শামীম আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে তাঁর বক্তব্যে বলেন; ‘‘শিক্ষার জন্য আপনার যে সুন্দর মনের উদ্যোগ আমরা শিক্ষক সমাজ প্রত্যক্ষ করলাম, তা আজকের এই মতবিনিময় সভায় সত্যি আমরা সবা কে করেছে মুগ্ধ ও অনুপ্রাণিত। আমরা শিক্ষক সমাজ আপনার এই মহতী উদ্যোগকে সফল করতে আমাদের প্রাণান্তকর চেষ্টা অবশ্যই থাকবে। আপনার মত সমাজ সচেতন প্রতিষ্ঠিত মানুষেরা শিক্ষার জন্য এভাবে এগিয়ে এলে বাংলাদেশ অবশ্যই বিশ্বে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ’’। সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন তাঁর সমাপনী বক্তব্যে বলেন ‘‘আমাদের করগাঁও গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ইনভেষ্টমেন্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী শেখ মহিউদ্দিন আহমদ (জাহেদ) কর্তৃক ইউনিয়নের শিক্ষার উন্নয়ণে তাঁর যে উদ্যোগ ও আগ্রহ প্রত্যক্ষ করলাম এবং শিক্ষক সমাজের যে সতস্ফর্ততা দেখলাম, তাতে একজন জনপ্রতিনিধি হিসেবে আমাকেও অনুপ্রাণিত করেছে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনাদের সাথে শিক্ষার উন্নয়নে কাজ করার আজীবন অংগীকার করছি। তাই আপানাদের সবাইকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে সহ¯্র অভিবাদন ও ধন্যবাদ জানাচ্ছি।


     এই বিভাগের আরো খবর