,

বানিয়াচং উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন আজ : কারা হাসবেন বিজয়ের হাসি

বানিয়াচং প্রতিনিধি ॥ আজ শনিবার দক্ষিন এশিয়ার বৃহত্তর গ্রাম বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭২ জন, মেম্বার পদে ৭শ ৯৫ ও সংরক্ষিত সদস্য পদে ১শ ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩টি ইউনিয়নে ১ লাখ ৯০ হাজার ৭৬৫ জন ভোটার ১২১ কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন। ভোটাররাও উৎসাহ উদ্দিপনা দিয়ে শেষ সময়ের অপেক্ষায় মুখরিত। কাক্ষিত সময়ে নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে অপেক্ষা করছেন তারা। উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রই ঝুকিপূর্ন ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন। সেই অনুসারে আইনশৃংলা রক্ষায় পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে র‌্যাব, বিজিবিসহ সাদা পোষাকের আইনশৃংলা সদস্যদের। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় রাখা হয়েছে ভ্রাম্যমান আদালতের মোবাইল টিম। সীমানা নির্ধারন নিয়ে জটিলতা থাকায় উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ভোটগ্রহন স্থগিত করা হয়েছে। আগামী ২৮মে ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন নির্বাচনে মাধবপুর উপজেলা নির্বাচনের সাথে সুজাতপুর ইউপির ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।


     এই বিভাগের আরো খবর