,

নবীগঞ্জের অবশিষ্ট ৭টি ইউপিতে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত : বাদ পড়লেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুকুল

রিপন দেব ॥ নবীগঞ্জ উপজেলার বাকী ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন, ৬নং কুর্শি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলী আহমেদ মুছা, ৭নং করগাঁও ইউনিয়নে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, ১০ নং দেবপাড়া ইউনিয়নে আব্দুল মুহিত চৌধুরী, ১১নং গজনাইপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ১৩নং পানিউমদা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমান। ১১নং ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ও ১৩নং ইউনিয়নে জেলা আওয়ামীলীগ নেতা এড. আতাউর রহমান প্রাথমিকভাবে মনোনীত হলেও কেন্দ্র থেকে চুড়ান্ত মনোনয়ন পেয়ে চমক দেখালেন আবুল খায়ের গোলাপ ও ইজাজুর রহমান। উল্লেখ্য, ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত নবীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯ শত ৫৭। আগামী ২৮শে মে এ ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জের সর্বত্র উৎসবমুখর পরিবেশের সৃষ্ঠি হয়েছে।


     এই বিভাগের আরো খবর