,

দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় আউশকান্দিতে ১০ নেতাকর্মী আওয়ামীলীগ থেকে বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন এর বিরুদ্ধে অবস্থান নেয়া এবং দলীয় শৃংখলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত থাকায় ইউপি ও ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে। ইউপি আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিস্কৃতরা হলেন আউশকান্দি ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মছদ্দর আলী, হাজী মোঃ আতাউর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ চৌধুরী নানা, ৫ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির, ৭ নং ওয়ার্ড হাজী নুরুল হক, ৮ নং ওয়ার্ড সহ সভাপতি সিরাজ মিয়া, গোলাম রব্বানী, হাজী আব্দুর রউপ ও ৩ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ধন মিয়া। বহিস্কৃতরা জননেত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ দিলাওর হোসেন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি জামায়াতের পক্ষে কাজ করায় তাদেরকে প্রাথমিকভাবে ইউপি আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে এবং তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য জেলা আওয়ামীলীগ বরাবরে সুপারিশসহ অনুরোধ করা হয়েছে। তাদের বহিস্কারের খবরে নেতাকর্মীদের মধ্যে উল্লাস সৃষ্টি হয়েছে। এছাড়া দলের বিপরীতমুখী নেতাকর্মীদের মাঝে বহিষ্কার আতংক বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর