,

নবীগঞ্জে ইউপি নির্বাচন সম্পন্ন : আ’লীগ ৬, বিএনপি ১, স্বতন্ত্র ৪, বিদ্রোহী ২ প্রার্থী জয়ী : বিএনপির চরম ভরাডুবি

মোঃ সেলিম তালুকদার ॥ কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ছাড়া নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। সকাল থেকে প্রকৃতির বৈরী আবহাওয়া ঠেকাতে পারেনি উৎসবমুখর পরিবেশকে। বেলা ১১ টার মধ্যেই আবহাওয়া স্বভাবিক হয়ে যায়। আনসার-ভিডিপি, রিজার্ভ ফোর্স, বিজিবি, র‌্যাব বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ছিলেন সদা সর্তকতায়। নির্বাচনে বেসরকারীভাবে ১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ ৬টি, আওয়ামীলীগ বিদ্রোহী ১টি, বিএনপি ১টি, বিএনপি বিদ্রোহী ১টি ও ৪ জন স্বতস্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। ফলাফল অনুযায়ী ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সত্যজিত দাশ (চশমা) প্রতীকে ৩৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সমর চন্দ্র দাশ (নৌকা) প্রতীকে পেয়েছেন ২২৪১ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ২নং পুর্ব বড় ভাকৈর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ আশিক মিয়া (ঘোড়া) প্রতীকে ২২৫৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মেহের আলী মহালদার (নৌকা) প্রতীকে পেয়েছেন ২২০৩ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বজলুর রশিদ (আনারস) প্রতীকে ৩৯৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ছায়েদ উদ্দিন (মোটর সাইকেল) প্রতীকে ৩৬৪২ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৪নং দীঘলবাক ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু সাঈদ (২য় পৃষ্ঠায় দেখুন) মোঃ এওলা (নৌকা) প্রতীকে ৭১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া (আনারস) প্রতীকে পেয়েছেন ৪৮৬১ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৫নং আউশকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাজী মুহিবুর রহমান হারুন (আনারস) প্রতীকে ৫৫২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান দিলাওর হোসেন (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩৮৮৭ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৬নং কুর্শি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান আলী আহেমদ মুসা (নৌকা) প্রতীকে ৪২৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩৫৮৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৭নং করগাঁও ইউনিয়নের বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন (ধানের শীষ) প্রতীকে ৭৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের প্রার্থী নির্মলেন্দু রানা (নৌকা) প্রতীকে পেয়েছেন ৭২৩১ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী জাবেদুল আলম চৌধুরী সাজু (নৌকা) প্রতীকে ৫৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৪৩৯০ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৯নং বাউসা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আবু সিদ্দিক (নৌকা) প্রতীকে ৫৮৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ডেইজি সিদ্দিকা (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৫১৮ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১০নং দেবপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এড. জাবেদ আলী (ঘোড়া) প্রতীকে ৪১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আ.ক.ম ফখরুল ইসলাম চৌধুরী কালাম (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৭৬৮ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১১নং গজনাইপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী ইমদাদুর রহমান মুকুল (নৌকা) প্রতীকে ৪৯৩৭ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ (আনারস) প্রতীকে পেয়েছেন ৪১২৮ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম (ঘোড়া) প্রতীকে ৩৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩৫৯৯ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১৩নং পানিউমদা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান চৌধুরী (নৌকা) প্রতীকে ৪১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৩৮০৩ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু ছাইম বিজয়ী চেয়ারম্যানদের নির্বাচনী ফলাফল নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর