,

বানিয়াচঙ্গে দু-পক্ষের সংঘর্ষে তীরবিদ্ধসহ ৩০ জন আহত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার চমকপুর বাজারে দু-পক্ষের ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, গতকাল বিকালে বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামের মুদি ব্যবসায়ী শাহবাজ মিয়া ও পাশ্ববর্তী বাঘহাতা গ্রামের চা স্টল ব্যবসায়ী দেওয়ান মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এবং এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রাত ৭টার দিকে দু-পক্ষের লোকজন চমকপুর বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে সংঘর্ষটি নিয়ন্ত্রনে আসে। ওই সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর মিয়া (৩৫), দেওয়ান মিয়া (৩৫), আবু সালেক (৩০), জাহের মিয়া (৪৫), শামছুল আলম (৩০), আজিদ আলম (২৫), কামাল মিয়া (৪০), আবুল কালাম (৪০), ইব্রাহিম মিয়া (২০) ও মনজিল মিয়া (২৫০ কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তীরবিদ্ধ জাহাঙ্গীর মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর