,

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ি দখলের মামলায় সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজসহ ২ জন কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ লন্ডন প্রবাসীর কোটি টাকা মূল্যের বাড়ি দখলের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ ও তার শ্যালককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেলের পিতা। কায়স্থগ্রামের লন্ডন প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের ঘটনায় কেয়ার টেকার জিতু মিয়ার দায়ের করা মামলায় গতকাল সোমবার আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিজ্ঞ বিচারক শাহ নেওয়াজ ও তার শ্যালক মামুন মিয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। শাহ নেওয়াজ এবারের ৫ম ধাপের ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হয়েছেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ও অপর পক্ষ তারই আপন চাচাতো ভাই জিতু মিয়া মেম্বার গংরা। তাদের মধ্যে কোটি টাকা মূল্যের একটি বাড়ি ও বসত ঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৪ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ সন্ধ্যা রাতে পুলিশের উপস্থিতিতে শাহ নেওয়াজ, রাসেল ও তাদের লোকজন ঘরটি দখলের চেষ্টা করলে বসত ঘরে থাকা জিতু মিয়ার পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে রাসেল ও তার লোকজন বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘরটি দখলে নেয়। দখল করার সময় বাধা দিলে প্রতিপক্ষের ছুড়া গুলিতে আহত হয়েছেন ৭ জন। এ ঘটনায় জিতু মিয়া বাদি হয়ে ৩১ ডিসেম্বর হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীরা পলাতক ছিলো, নিয়মিত হাজিরা দেননি। গতকাল সোমবার এ মামলার হাজিরা দিলে আদালতে যান শাহ নেওয়াজ ও তার শ্যালক মামুন মিয়া।


     এই বিভাগের আরো খবর