,

নবীগঞ্জের গোপলার বাজার বাসস্ট্যান্ড এলাকায় দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে উত্তেজনা : প্রশাসনের ১৪৪ ধারা জারি

সংবাদদাতা ॥ নবীগঞ্জের সদ্য সমাপ্ত দেবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ.ক.ম ফখরুল ইসলাম কালাম ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিত চৌধুরীর সমর্থকদের পাল্টাপাল্টি সমাবেশ অবশেষ বন্ধ করে দিয়েছে প্রশাসন। জানা যায়, গতকাল গোপলার বাজার বাসস্ট্যান্ড এলাকায় একই সময়ে দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মাইকিং করে মিটিং ঘোষণা করেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে প্রশাসন শান্তি শৃংখলা ভঙ্গের আশংকায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন। উল্লেখ্য, গত ২৪ মে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মুহিত চৌধুরী ৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় জামিনে এসে আ.ক.ম ফখরুল ইসলাম কালাম এর সমর্থকরা ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল এক সমাবেশের আয়োজন করে। তাদের প্রতিবাদ সমাবেশের খবর পেয়ে একই স্থানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিত চৌধুরীও ইউপি আওয়ামীলীগের কর্মী সমাবেশের ডাক দেয়। এনিয়ে উভয় প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।


     এই বিভাগের আরো খবর