,

নির্বাচন পরবর্তী সহিংসতা : হবিগঞ্জে ১২ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ : ২৪ রাউন্ড বুলেট নিক্ষেপ : পুলিশসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে নির্বাচনী সহিংসতায় ১২ গ্রামের সংঘর্ষে দফায় দফায় সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর আড়াইটা পর্যন্ত। সংঘর্ষে উভয়পক্ষের বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে পইল ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সাহেব আলীকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী মইনুল হক আরিফ। নির্বাচনের পর থেকেই উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সকালে সাহেব আলীর লোকজন পইল গ্রামের মইনুল হক আরিফের সমর্থক মধু মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে ১০/১২টি ঘর ভাংচুর করে। এ খবর আরিফের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে আরিফের পক্ষে পইল, লামা পইল, দেবপাড়া, নাজিরপুর, আটঘরিয়া, ছয়ঘরিয়া, আছিপুর, সুলতানশী, আউশপাড়া, শরীফপুর ও সাহেব আলীর পক্ষে পূর্ব পইল, পশ্চিম পইলসহ আশপাশের কয়েকটি গ্রামের লোক সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রায় ২৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব, দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টা চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষ সামাল দিতে গিয়ে সদর মডেল থানার ওসি তদন্ত বিশ্বজিৎ, এসআই ছানা উল্লা, এএসআই আবু নাঈম, কনস্টেবল ইয়াসির, পইল গ্রামের সিরাজ আলী, লিয়াকত আলী, জুয়েল, রুবেল মিয়া, সামছু মিয়া, সাদেক মিয়া, সাদেক আলী, রাজিব, সোহাগ, শামীম, কদ্দুছ, বেলাল, তৈয়ব আলী, আলমগীর, বাচ্চু, মনু, খেলু, হাবিবুর, রিপন, মিন্টু, ছালেক, দিনার, রউফ, স্বপন, আলী রহমান, চনু মিয়া, আক্রাম আলী, কুটি মিয়া, আহাদ, আলামিন, ইকবাল মিয়া, কাওছার মিয়া, আলীম উদ্দিন, কামাল মিয়া, কামরুল মিয়া, রমজান আলীকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চেয়ারম্যান মইনুল হক আরিফ জানান, সাহেব আলীর লোকজন তার সর্মকদের বাড়ী-ঘরে হামলা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অপরদিকে পরাজিত প্রার্থী সাহেব আলী জানান, তার এক সমর্থককে হবিগঞ্জে আসার পথে আরিফের লোকজন উস্কানিমূলক কথা বললে তার সমর্থকরা উত্তেজিত হয়। পরে আরিফের লোকজনও তার সমর্থকদের উপর হামলা করে। হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ রাউন্ড বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।


     এই বিভাগের আরো খবর