,

শেরপুর ব্রীজে ফাটল : দুর্ঘটনার আশংকা!

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর উত্তর পারের অংশের আরসিসি ঢালাই ভেঙ্গে লোহার রড বেড়িয়ে গেছে। আরসিসি ঢালাই ভেঙ্গে যাওয়ায় কারণে সেতুতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকাও রয়েছে। সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ওসমানীনগরের শেরপুর ব্রীজের আরসিসি ঢালাই ভেঙ্গে যায় কয়েকদিন আগে। আরসিসি ঢালাই ভেঙ্গে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ভাঙ্গা স্থানে পাথর বিটুমিন দিয়ে মেরামত করে এর উপরে লাল কাপড়ের নিশানা টাঙ্গিয়ে দেয়। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সেতুর উপর দিয়ে সর্তকতা অবলম্বন করতে গিয়ে অনেক যানবাহন আটকা পড়ছে। ফলে প্রায়সময় যানজটের সৃষ্টি হচ্ছে। সেতুর উপরের আরসিসি ঢালাইয়ের বিভিন্ন স্থনে অসংখ্য ছোট আকৃতির ফাটল দেখা দিয়েছে। ফলে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকাও রয়েছে। সেতুটি ভেঙ্গে পড়লে সিলেটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। স্থানীয় অনেকেই বলেন, যে অবস্থায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ স্থানটি দ্রুত মেরামত করা প্রয়োজন। সড়ক ও জনপথ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, সেতুর উপর দিয়ে নিয়মের চেয়ে অতিরিক্ত ওজনের পন্যবাহী যানবাহন চলাচলের কারণে আরসিসি ঢালাইয়ে ভাঙ্গন ধরেছে কিন্তু সেতুর মূল গ্রাডার অক্ষত রয়েছে। ভাঙ্গনকৃত স্থান সাময়িক মেরামত করা হয়েছে। পরে ভাল করে আরসিসি ঢালাই করা হবে।


     এই বিভাগের আরো খবর