,

অভিভাবক সমাবেশে ঊপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী…….অভিভাবকদের সহযোগিতা অব্যাহত থাকলে আরমান ঊল্লাহ ইসলামিক একাডেমী অচিরেই নবৗগঞ্জের সেরা প্রতিষ্ঠানের পরিনত হবে

আরমান ঊল্লাহ ইসলামিক একাডেমীর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার নবৗগঞ্জ পৌরএলাকার অভয়নগর আরমান ঊল্লাহ ইসলামিক একাডেমী এন্ড হাইস্কুলের প্রথম সেমিস্টার পরৗক্ষার ফলাফল প্রকাশ ঊপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের নবৗগঞ্জ ঊপজেলা ভাইস চেয়ারম্যান মাও আশরাফ আলী ঊপরোক্ত কথা বলেন একাডেমীর রেক্টর মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে বিপুল সংখ্যক অভিভাবকের ঊপস্থিতিতিতে ঊক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ রাখেন শিক্ষক আঃ আহাদ তালুকদার, অভিভাবকদের মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসনা খানম, নবৗগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীৗ জালাল ঊদ্দৗন প্রমুখ । প্রধান অতিথি বলেন, অত্র প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের একমাত্র ঊদ্দেশ্য হল এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের মানুষের সেবায় নিয়োজিত করে সকল কল্যাণমুলক কাজের সওয়াবের অংশৗদার হওয়া । কোন প্রকার জাগতিক ফায়দা হাসিলের কোন ধ্যান-ধারণা কারো নেই । আপনাদের সন্তানদের সর্বোচ্চ সেবাদানে আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই । কিছু অবিবেচক লোকের অবাঞ্ছিত কার্যকলাপে প্রতিষ্ঠানের একাডেমিক কাজ সাময়িক বাঁধাগ্রস্ত হলেও দারুল হিকমাহর অধ্যক্ষকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অত্র প্রতিষ্ঠানের রেক্টর করার পর থেকে তার দক্ষ পরিচালনা অভিভাবক ও আমাদের মাঝে আশার সঞ্চার করেছে। আজকের এই প্রোগ্রামে অভিভাবকদের ব্যাপক ঊপস্থিতি ও দুইজন সচেতন অভিভাবকের প্রশংসা সুচক বক্তব্য তার প্রমাণ । আমার দৃঢ় বিশ্বাস, অভিভাবকদের এই সহযোগিতা অব্যাহত থাকলে অত্র প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যেই তার অতৗত ঐতিহ্য ফিরে পেয়ে নবৗগঞ্জের সেরা প্রতিষ্ঠানে পরিনত হবে। স্বাগত বক্তব্যে রেক্টর লুৎফুর রহমান বলেন এই প্রতিষ্ঠানটি আত্মচিন্তা লালনকারৗ সরকারী সুযোগ ভোগী শিক্ষকদের পরিচালিত কোন প্রতিষ্ঠান নয়, আবার চটকদার শ্লোগান দিয়ে অভিভাবকগনকে আকৃষ্টকারৗ কোন কমার্শিয়াল প্রতিষ্ঠান ও নয়। এটা সামাজিক দায়বদ্বতা ও পরকালিন জবাবদিহিতার অনুভূতি সম্পন্ন ব্যক্তিবর্গের পরিচালিত একটা দাতব্য প্রতিষ্ঠান । অভিভাবকদের মনোযোগ আকর্ষণ চটকদার শ্লোগান ও কার্যক্রমের দিকে আমাদের কোন নজর নেই, আমরা শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক ভিত্তি মজবুত করাই আমাদের সকল কার্যক্রমের লক্ষ্য। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণদান করা হচ্ছে। অত্র প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী নার্সারৗতে ভর্তি হলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলে সে পবিত্র কুরআন সহৗহশুদ্ধভাবে পড়তে পারা, প্রয়োজনৗয় মাসআলা মাসায়েল ও মাছনুন দোয়া শিখার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারবে। পরিশেষে তিনি অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর