,

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মা’য়ের গর্ভের সন্তান নিহত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে পুর্ব বিরোধের জেরধরে গতকাল শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজনের হামলায় সাড়ে ৯ মাসের অন্তস্বত্তা গৃহবধু আহত হয়েছে। আহত গৃহবধু আকলিকে নবীগঞ্জ হাসপাতাল নেয়ার পথে রাজাবাদ গ্রামের নিকটে পৌছলে রাস্তায় সে সন্তান প্রসব করে। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করে গুরুতর আহত মা ও শিশুকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগঞ্জ প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে এবং আহত মা’কে ভর্তি করেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, কানাইপুর গ্রামে দীর্ঘদিন ধরে সাবেক মেম্বার ফরজ আলী ও মেম্বার ইসমত আলীর মধ্যে বিরোধ চলে আসছে। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ফরজ আলীর ভাতিজা বিল্লাল মিয়া ও ইসমত আলী মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করে। দু’ প্রার্থীই পরাজিত হয়। নির্বাচনের দু দিন পরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত ৭ জুন সকালে ইসমত আলী মেম্বার বাজারে আসার পথে প্রতিপক্ষ ফরজ আলী মেম্বারের লোকজন তার উপর হামলা করে। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে ইসমত মেম্বারের মা, বাবা, ভাই, বোন, মামারাসহ উভয় পক্ষে শতাধিক লোক আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা করে। এরই জের ধরে গতকাল শুক্রবার দুপুরে ইসমত মেম্বারের বোন সাড়ে ৯ মাসের অন্তসত্ত্বা আকলি বেগম আহত মা, বাবা ও মামাকে দেখতে আসে। এ সময় দু শিশু বাচ্চার ঝগরাকে কেন্দ্র করে ফরজ আলী মেম্বারের নির্দেশে বিল্লাল, আছাবসহ ৭/৮ জনের একদল লোক ইসমত আলীর বাড়িতে হামলা করে। এ সময় গর্ভবতি আকলি বেগমকে প্রতিপক্ষের লোকজন ধরে বেদরক মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত আহত অবস্থায় হাসপাতাল নিয়ে আসার পথে সে সন্তান প্রসব হয়। আহত আকলি বলেন, প্রতিপক্ষের আঘাতের কারনে তার শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নেয়ার কথা জানান। ঘটনার পর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর