,

মাধবপুরে চা-শ্রমিকদের মজুরি বন্ধ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ব্যক্তি মালিকানাধীন বৈকণ্ঠপুর চা বাগান অর্থ সংকটে পড়ে বন্ধ হওয়ার পথে। প্রতিকার চেয়ে বাগানের শ্রমিকরা জেলা প্রশাসক, বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত দাবিনামা দিয়েছেন। ১৭ মে থেকে মজুরি তলব না পেয়ে শ্রমিকর অনাহারে দিন যাপন করছেন। চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রামনাথ কেউট ও সাধারণ সম্পাদক মনিব কর্মকার বলেন, হঠাৎ করে বাগান মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো যোগাযোগ না করে ১৭ মে থেকে মজুরি বন্ধ করে দিয়েছে। মজুরি না পেয়ে শ্রমিক পরিবারে শুরু হয়েছে আহাকার। চা শ্রমিকদের শিশু সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় তিন হাজার শ্রমিক পরিবারের মধ্যে চরম দুর্ভোগ নেমে এসেছে। অমলা নামে এক নারী চা শ্রমিক বলেন, হঠাৎ করে তলব বন্ধ করে দেয়ায় বাচ্চাকাচ্চা নিয়ে এখন আমরা দিশাহারা হয়ে পড়েছি। সরকার যদি আমাদের নজর না দেয় তাহলে ছেলেমেয়ে নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে। ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করা হবে।


     এই বিভাগের আরো খবর