,

বাহুবলে ইউএনও হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী। উপজেলার জগতপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ঝুমা আক্তার (১৪) বিয়ের দিন ছিল আজ শুক্রবার। সে উপজেলার গকুলপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা। জানা যায়, জগতপুর হাই স্কুলের শিক্ষক আবিদ আলীর বড় ভাই ছায়েদ মিয়া (৩৮) সাথে ঝুমা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার। ধুমধামের সহিত চলছিল বিয়ের আয়োজন। খবর পেয়ে বিকেলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ওই বাল্য বিয়ে বন্ধ করেন। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি উপজেলা প্রশাসন লোকদের সাথে নিয়ে ওই বিয়ে বাড়িতে পৌঁছে বিয়ের আয়োজনের সব প্যান্ডেল ভেঙ্গে দিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। এ সময় মেয়ে পক্ষ ওই ছাত্রীকে ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে মুচলেকা আদায় করা হয়।


     এই বিভাগের আরো খবর