,

নবীগঞ্জ পৌরসভার প্রাক-বাজেট আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন- “শিক্ষা ও স্বাস্থ্য এ দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে নবীগঞ্জ পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে।” তিনি শহর সমন্বয় কমিটির সম্মানীত সদস্যবৃন্দসহ উপস্থিত নবীগঞ্জ পৌরসভার সর্বস্তরের প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন -“আজ আপনারা নবীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নের লক্ষ্যে যেসব দাবী উপস্থাপনা করেছেন আমরা শীঘ্রই পৌর পরিষদের সভায় গুরুত্বের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই দাবীগুলো যথাযথভাবে বাজেটে অন্তর্ভূক্ত করে তা বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।” তিনি গতকাল ২০ জুন ২০১৬ খ্রিঃ তারিখে নবীগঞ্জ পৌরসভা মিলনায়তনে সকাল ১১.০০ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত শহর সমন্বয় কমিটির সহিত ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনায় সভাপতির স্বাগত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন দাবী সম্বলিত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার টি,এল,সি,সি’র সম্মানিত সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, মোঃ মুজিবুর রহমান শেফু, প্রণব দেব প্রমুখ। কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ এ,টি,এম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ ছালাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের জনৈক কর্মকর্তা, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ম্যানেজার কালী কৃষ্ণ দাশ, আশার ম্যানেজার সৈয়দ আমজাদ হোসেন প্রমুখ। বক্তারা নবীগঞ্জ পৌরসভা কর্তৃক একটি পৌর শিক্ষা প্রতিষ্ঠান, একটি এম্বুলেন্স, শতভাগ স্যানেটেশন নিশ্চিত করন ও যানজট নিরসনের জোর দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার ২নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, ৩নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, সাবেক প্যানেল মেয়র-৩ যুথিকা রানী দাশ, সাবেক ১নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, সহকারী প্রকৌশলী ও সচিব (অঃদাঃ) ভবি মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী-সহ শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌরসভার কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমদ এবং পবিত্র গীতা পাঠ করেন স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী।


     এই বিভাগের আরো খবর