,

বাহুবলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও সিএনজি চালক নিহত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার নতুন বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সুয়েব মিয়া (১৩) ও সিএনজি চালক জাহাঙ্গীর (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল সোমবার বেলা ৩টায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল মতিনের পুত্র। নিহত সুয়েব কোচিং শেষ করে বাড়ি ফিরছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মিরপুর বাজার থেকে স্কুল ছাত্রসহ ৪ যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি কামাইছড়ার উদ্দ্যেশে ছেড়ে গিয়ে নতুনবাজার নামকস্থানে পৌছলে বালুবোঝাই একটি ট্রাক্টরের সাথে অটোরিকশা সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুয়েব মারা যায়। আশংকাজনক অবস্থায় তিনজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন উপজেলার পূর্ব জয়পুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীর মিয়া (৩০), চারগাও গ্রামের রহিম উল্লা (৫০), দ্বারাগাও গ্রামের মিজান মিয়া (২৫) ও হেলাল মিয়া (২০) এবং লোকমান (১০) কে কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ট্রাক্টর চালক পালিয়ে যায়। এর মাঝে জাহাঙ্গীর, রহিম ও লোকমানকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে সিলেটে নেয়ার পথে গোয়ালাবাজারে সিএনজি চালক জাহাঙ্গীর মিয়া মারা গেছেন বলে জানিয়েছেন তার সাথে থাকা বাচ্চু মিয়া। এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি জাকির হোসেন চৌধুরী জানান, স্কুল ছাত্র সোয়েব ঘটনাস্থলেই মারা যান এবং জাহাঙ্গীরের মারা যাবার বিষয়ে তিনি শুনেছেন।


     এই বিভাগের আরো খবর