,

চুনারুঘাটে সৈয়দ আলী হত্যার ১২ দিনপার হলেও খুনিদের ধরতে পারছে না পুলিশ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল বস্তি গ্রামের সৈয়দ আলী হত্যার ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ খুনিদেরকে ধরতে ব্যর্থ হয়েছে। এনিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে সৈয়দ আলীর স্ত্রী পেয়ারা খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানায় তৈয়ব আলীর পুত্র রুমন মিয়া (২০), মৃত রজব আলীর পুত্র তৈয়ব আলী (৪৫), তৈয়ব আলীর স্ত্রী মোছাঃ সামছুন্নাহার (৪০) কে আসামী করে ৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, গত ০৯/০৬/২০১৬ ইং তারিখে উপজেলার পারকুল বস্তি গ্রামের মৃত রজব আলীর ছেলে সৈয়দ আলী (৫০) কে একই বাড়ির আপন ভাইয়ের ঘরের ভাতিজা ঘাতক রুমন মিয়া (২০) এর হাতে ফিকলের আঘাতে ঘটনাস্থলেই সৈয়দ আলী মারা যায়। ঐদিন স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও আসামীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে, এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর