,

ইনাতগঞ্জে নির্বাচনী পরবর্তী সহিংসতার জের :মসজিদের ভিতরে দু’পক্ষের সংঘর্ষ দেয়াল ও বাশের বেড়া ভাংচুর

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে নির্বাচনী পরবর্তী সহিসতার জের ধরে মসজিদের ভেতর দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দাঙ্গাবাজদের তান্ডবে মুসল্লীরা জুমার নামাজ আদায় করতে পারেননি। এসময় তারা মসজিদের বাঁশের বেড়া ও দেয়াল ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার জুমআর নামাজের সময় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর জামে মসজিদে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে করিমপুর গ্রামের আব্দুল হান্নান ও একই গ্রামের সঞ্জব আলী ও নেছার আলী দুই ইউপি মেম্বার প্রার্থীর পক্ষে পৃথকভাবে তারা কাজ করেন। এর পর থেকে সঞ্জব আলীগং ও আব্দুল হান্নানের মধ্যে বিরোধ চলে আসছে। গত এক সপ্তাহ আগে দুজনের মধ্যে নির্বাচনের জয় পরাজয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে আব্দুল হান্নানের হাতে সঞ্জব আলী নাজেহাল হন। এই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার জুমআর নামাজের সময় উভয় পক্ষের লোকজন মসজিদের ভেতরে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মুসল্লিরা এগিয়ে এসে উভয় পক্ষকে শান্ত করেন। সংঘর্ষ চলাকালে মসজিদের দেয়াল ও বাশের বেড়া ভাংচুর করা হয়। তাদের এমন তান্ডবে জুমআর নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা।


     এই বিভাগের আরো খবর