,

ইনাতগঞ্জে মাইক্রোবাস চালক রাকিব আলীর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে : পরিবহন শ্রমিক ধর্মঘটের ডাক

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ইনাতগঞ্জ আঞ্চলিক কমিটির আওতাভূক্ত সাধারণ সদস্য কার্ডধারী শ্রমিক মাইক্রোবাস ড্রাইবার মোঃ রাকিব আলীর উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবীতে আগামী ২৯/০৬/২০১৬ তারিখে ইনাতগঞ্জ এলাকায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিক ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ইনাতগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদক মোঃ ফুলজার উদ্দিন এ সমাবেশের ডাক দিয়েছেন। শ্রমিকরা বলেন, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির দালাল জামাল ও তার সহযোগীরা ষড়যন্ত্রমূলকভাবে মাইক্রোবাস ড্রাইবার মোঃ রাকিব আলীকে ফাঁসিয়েছে। গত ১৬ জুন গভীর রাতে জামাল গংরা মোঃ রাকিব আলীর নোহা গাড়ী ভাড়া করে জগন্নাথপুর থানার গোতগাও গ্রামে রব্বানীর প্রজেক্টে নিয়ে যায়। সেখান থেকে তারা ৩ বস্তা ভর্তি চোরাই গরুর মাংস ও গরুর চামড়া নোহা গাড়ীতে লোড করে। পরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মোঃ রাকিব আলীকে পুলিশের হাতে ধরিয়ে দেয়া হয়। পরে তাকে ছেড়ে দেয়ার জন্য রাকিব আলীর পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবী করে জামাল গংরা। পরিবারের লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মিথ্যা চুরির মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর