,

হবিগঞ্জে সাংবাদিকদের সাথেপুলিশ সুপারের মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঈদকে সামনে রেখে আইন শৃংখলা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার। গতকাল রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুল হক ভুইয়া, বিদায়ী সহকারি পুলিশ সুপার হেডকোয়ার্টার মাসুদুর রহমান মনির, সাজ্জাদ ইবনে রায়হান ও সাজিদুর রহমান। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র তার বক্তব্যে বলেন ঈদকে সামনে রেখে ২৮ জুন থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১০টি টিম শহরে কাজ করবে। এর মাঝে যানজট নিরসনে অবৈধ টমটম ও ইভটিজার. ছিনতাইকারী, পকেটমার ইত্যাদিকে ধরবে। এ ছাড়াও প্রতিটি মার্কেটে সাদা পোষাকে দুই মহিলা পুলিশ ও পুরুষ পুলিশ নিয়োজিত থাকবে। এ ছাড়াও ঈদের সময় যাতে সংঘাত, সংঘর্ষ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। সাংবাদিকরাও শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের প্রধান সড়কে দিনে দুপুরে ট্রাক-ট্রাক্টর ও অবৈধ টমটম চলাচলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর