,

মাধবপুর উপজেলা বাল্যবিয়ে মুক্ত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসন মাধবপুরকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করেন। গত মে মাসে উপজেলার ধর্মঘর, চৌমুহনী, জগদিশপুর, আদাঐর, শাহজাহানপুর ৫ টি টি ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়। এর পর গত ২৬ ও ২৭ জুন ছাতিয়াইন, বাঘাসুরা, বুল্লা, আন্দিউড়া, নয়াপাড়া ও বহরা ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত করার পর পুরো উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আক্তার হেলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ কিশালয় সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, খাইরুল হোসাইন মনু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমূখ।


     এই বিভাগের আরো খবর